ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১৩ জানুয়ারি ২০২১ : আফসানা চৌধুরী শিফা। পেশায় উঠতি মডেল। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল তিনি। মঙ্গলবার (১২ জানুয়ারি) সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে বিয়ের খবর সামনে আসতেই আলোচনায় উঠে আসেন শিফা।
হাবিব মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের আফসানা চৌধুরী শিফা ও তার বিয়ের কথা জানান। তবে নাম ছাড়া স্ত্রীর ব্যাপারে আর কোনো তথ্য জানাননি তিনি।
উঠতি মডেল হওয়ায় অনেকের কাছেই অপরিচিত শিফা। যদিও ফেসবুকে তাকে বেশি সক্রিয় দেখা গেছে। তার পোস্ট করা কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। সঙ্গে থাকল তার সম্পর্কে কিছু তথ্যও।
গত ২৪ ডিসেম্বর শিফার জন্মদিন ছিল। সেদিন হাবিবের সঙ্গে তোলা বেশ কিছু ছবি তিনি ফেসবুকে শেয়ার করেন। তবে তখনো তাদের বিয়ে বা সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসেনি
শিফার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। থাকেন ঢাকায়
জানা গেছে, শিফার সঙ্গে হাবিবের পরিচয় প্রায় আট মাস আগে। আর বিয়ে করেছেন মাস তিনেক আগে। এটি হাবিবের তৃতীয় বিয়ে
মডেলিংয়ের পাশাপাশি শিফা পড়াশোনা করছেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে
শরীর ও মনকে সুস্থ রাখতে ইয়োগা করেন শিফা। একাধিক ছবিতে তাকে ইয়োগা করতে দেখা গেছে
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন শিফা
শিফার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৭ হাজারের বেশি