ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ রনি মেঘনা থেকে,১৩ জানুয়ারি ২০২১ : কুমিল্লা মেঘনা ও কাঠালিয়া নদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন,হোমনা- মেঘনা সার্কেল অফিসার ফজলুল করিম,মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ।
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন আমাদের নবাগত পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম বার,সন্ত্রাস, চাঁদাবাজ ,ও মাদক মুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন , আমরা তারই অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা নদী পথে কোন কোন স্পটে এ ধরনের কর্মকাণ্ড গুলো হয় সরেজমিনে তা নিশ্চিত করেছি,আগামী দিনে আমাদের মতো করে তাদের গ্রেফতার চেষ্টা চালিয়ে যাবো, এবং এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে সে ব্যবস্থা নিবো।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। লুটেরচর ইউনিয়ন চেয়ারম্যান সানা উল্লাহ সিকদার। রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন এবং মেঘনা প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ।