কুয়াশা কেটে গেলেই আজ বসছে শেষ স্প্যান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ ডিসেম্বর : কুয়াশা কেটে গেলে আজই বসানো হবে পদ্মা সেতুর ৪১তম স্প‌্যান। এরমধ‌্যে দিয়ে দৃশ‌্যমান হবে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো পদ্মা সেতু।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুল কাদের রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সর্বশেষ স্প্যান ‘২-এফ’ বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কুয়াশা থাকায় কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। কুয়াশা কেটে গেলে আজই ৪১তম স্প‌্যান বসানো হবে।

সেতুর ৪০তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যানটি বাসানো হবে। রাতেই স্প্যানটি ভাসমান ক্রেনে করে নির্ধারিত পিয়ারের কাছে নেওয়া হয়।

এদিকে, স্প্যান বাসানো ছাড়াও অন্যান্য কাজও এগিয়ে চলেছে। এরমধ্যে সেতুতে ১৮ শতাধিক রেলওয়ে ও ১২ শতাধিক রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

উল্লেখ‌্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ হচ্ছে।