ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৮ ডিসেম্বর : রাজধানীর ফুলবাড়িয়ায় ব্যবসায়ীদের বাধার মুখেই প্রথম দিনেই উচ্ছেদ করা হলো অবৈধভাবে গড়ে ওঠা তিনশো দোকান। বেলা দেড়টার দিকে অভিযান চালালে ব্যবসায়ী ও পুলিশের মাঝে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় দফায় দফায় বিক্ষোভ, স্লোগানে নিজেদের দোকান রক্ষার দাবি জানাতে থাকেন তারা।
মঙ্গলবার সকাল থেকেই থমথমে ফুলবাড়িয়া ও এর আশপাশের এলাকা। সিটি করপোরেশন কর্তৃপক্ষ মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে আসবে, তা ঠেকাতে রাজপথে দোকানিরা। রণসাজে, সতর্ক প্রস্তুতি আইনশৃঙ্খলাবাহিনীরও।
দফায় দফায় বিক্ষোভ, স্লোগানে নিজেদের দোকান রক্ষার দাবি জানাতে থাকেন তারা। সময়-গড়ায়, বাড়তে থাকে উত্তেজনা। উচ্ছেদের প্রস্তুতি শুরু করে প্রশাসন।
দুপুর পৌনে দুইটায় শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। ব্যবসায়ীদের ইটপাটকেল নিক্ষেপে শুরুতে কিছুটা পিছুহটে করপোরেশন কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ছোড়ে পুলিশ। শুরু হয় মার্কেটের নকশা বহির্ভূত অংশের উচ্ছেদ।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, যেকোন মূল্যে উচ্ছেদ অব্যাহত থাকবে।
ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই-এ এর আগে বিভিন্ন সময় নকশার বাইরে তোলা ৯১১টি দোকান অস্থায়ীভাবে বরাদ্দ দেয় করপোরেশন। ২০১২ সালের মার্চ থেকে ২০২০ এর মার্চ পর্যন্ত ভাড়া বাবদ প্রায় সাড়ে ৪ কোটি টাকা আদায় করে দক্ষিণ সিটি। বৈধ ভাড়ার বাইরেও নানা সময় বিভিন্ন যুক্তিতে বিশাল অংকের টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নেয় মালিক সমিতি। অভিযোগ আছে সিটি করপোরেশনের সাবেক মেয়রের দিকেও।