ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৭ ডিসেম্বর : মদিনা ট্যাংকের গুদামের পর এবার সংসদ সদস্য হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশন গুড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ। সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে চলা অভিযানে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা, অর্ধশত স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে বাদ রাখা হয় কিছু বহুতল ভবন।
একের পর এক ভাঙা পড়ছে বুড়িগঙ্গার পাড় দখল করে গড়ে তোলা হাজী সেলিমের মালিকানাধীন স্থাপনা। শুরুতেই এসকেভেটরে আঘাত পড়ে, মদিনা ট্যাংকের গুদামে। টিনের স্থাপনাটি নিমিষেই ধুলায় মিশিয়ে দেয়া হয়।
বাদ যায়নি ফিলিং স্টেশনও। নান্দনিক স্টেশনটিও গড়ে উঠেছিলো নদীর জায়গা দখল করে। বুড়িগঙ্গার এলাকায় বেড়িবাঁধের উত্তর পাড়ে গড়ে ওঠা বহুতল স্থাপনাগুলো একে একে গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।
তবে অভিযানের খড়গ থেকে বাদও পড়েছে কিছু ভবন। এতে বেশ ক্ষুব্ধ স্থানীয়রা। পক্ষপাতিত্বের অভিযোগ, অভিযানচালনাকারী সংস্থাটির বিরুদ্ধে।
নতুন সীমানা অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে জানিয়ে বিআইডব্লিউটিএ বলছে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কিছু ভবন বাদ পড়েছে।
যদিও উচ্চ আদালতের নির্দেশনাতেই ২০১৯ সালের ২৯ জানুয়ারি টেকসই অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ।