ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০১ ডিসেম্বর : মালা হয়ে ঝুলছে গলায়, দুল হয়ে দুলছে কানে, কারো আবার চিবুকের শোভা বাড়িয়েছে; কেউবা হাত সাজিয়েছেন মাস্কে।
সচেতনতা নয়, এ যেন সৌন্দর্য বর্ধনের নতুন অনুষঙ্গ। মাস্কের এমন অভিনব ব্যবহার করোনা সংক্রমণে বাড়াচ্ছে আতঙ্ক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩১ জন। এতে প্রাণহানি দাঁড়িয়েছে, ৬ হাজার ৬৭৫ জনে। নতুন ২ হাজার ২৯৩ জনসহ এখ্ন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।
এরপরও স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি নির্দেশনাকে বুড়ো আগুল দেখিয়েই চলছে নিত্যদিন। কোনোভাবেই যেন নিশ্চিত করা যাচ্ছে না মাস্কের ব্যবহার। সামাজিক দূরত্বের বালাই তো নেই-ই। যদিও কমতি নেই অজুহাতের।
সচেতনতা বাড়াদে রাস্তার মোড় আর অলি-গলিতে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কিছুটা বেড়েছে মাস্ক ব্যবহারে সচেতনতা।
ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। দেয়া হচ্ছে মাস্ক।