বিদায় নাট্য জগতের পথিকৃৎ আলী যাকের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,০১ ডিসেম্বর : অভিনয় যেন তার ধমনীতে বইতো। কী খল চরিত্র, নায়ক কিংবা রম্য, সবখানেই ছিলেন সমান সাবলীল। মঞ্চ থেকে সেলুলয়েড, সবখানে ছিলো দাপুটে বিচরণ।

বাস্তবের চরিত্র ব্যবসায়িক ব্যক্তিত্বেও টেক্কা দিয়েছেন অনেককে। দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা গড়ে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য।

বিস্তারিত ভিডিওতে-