ক্রিসেন্ট হাসপাতালে ফের র‍্যাবের অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৫ নভেম্বর : অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালকে আবারও জরিমানা করেছে, র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) রাতে তিন ঘণ্টার অভিযানে,হাসপাতালের ল্যাব এবং সংশ্লিষ্ট দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও ওষুধ পাওয়া যায়।

অনিয়মের অভিযোগের প্রায় দুই মাসের ব্যবধানে আবারও অভিযান রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে হাসপাতালটির জরুরি বিভাগে অনেক সময়ই চিকিৎসক থাকেন না। অপারেশন করা হয়, নার্স দিয়ে। ল্যাব পরীক্ষায় ব্যবহৃত হয় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল। এছাড়া, মেয়াদ নেই ফার্মেসিতে থাকা অনেক ওষুধের।

প্রায় তিন ঘণ্টার অভিযানে এ সব অভিযোগের সত্যতা পায়, র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের দায়ে ল্যাব ও দুই ফার্মেসিকে মোট ১৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

র‍্যাবের অভিযানে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। স্বাস্থ্যখাতকে শৃঙ্খলায় আনতে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তারা।