হাজী সেলিমের ছেলের ব্যক্তিগত সহকারী টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইল প্রতিনিধি,২৭ অক্টোবর : নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায়, দুই নম্বর আসামি হাজী সেলিমের ছেলে ইরফানের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দীককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ সকালে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল, হাজী সেলিমের লালবাগের বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ইয়াবাসহ বিদেশি মদ, অনুমোদনহীন ৩৮টি ওয়াকিটকি ও বেস স্টেশন উদ্ধার করে র‍্যাব। এছাড়া টর্চার সেলেরও সন্ধান পাওয়া যায়। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত দুই অভিযোগে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ইরফান সেলিমসহ দুজনকে। গ্রেপ্তারের পর পাঠানো হয়েছে কেন্দ্রীয় কারাগারে।

শনিবার সন্ধ্যায়, বই কিনে স্ত্রীসহ মোটরসাইকেলে কলাবাগান মোড় পার হচ্ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ। পেছন থেকে সংসদ সদস্যের স্টিকার লাগানো ল্যান্ড রোভার ধাক্কা দেয়। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে বেদম মারধর করা হয় ওয়াসিফকে ।পরে, গাড়িটি জব্দ করে পুলিশ। পরে,  ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুইতিনজনের বিরুদ্ধে মারধর, হুমকি, হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা।