ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৬ অক্টোবর : রাজধানীর কলাবাগানে, সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন, নৌবাহিনীর কর্মকর্তা, লেফটেন্যান্ট ওয়াসিম। এ সময় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। প্রতিবাদ করলে, লেফটেন্যান্ট ওয়াসিমকে বেধড়ক মারধর করেন হাজী সেলিমের ছেলের দেহরক্ষীরা। একপর্যায়ে যোগ দেন হাজী সেলিমের ছেলেও।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এলে, গাড়ি রেখে সটকে পরেন সংসদ সদস্যের ছেলেসহ ৪ জন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। ঘটনাস্থলের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।