মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা: গ্রেপ্তার ২

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি,২৬ অক্টোবর : নোয়াখালীর বেগমগঞ্জে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্যরাতে, ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে একই মাদ্রাসার ছাত্র সিফাত ও হাসানের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ  জানায়, মাদ্রাসার আবাসিক ছাত্র ভুক্তভোগী শিশুটি বাড়িতে আসার জন্য কান্নাকাটি করতো। পরে, পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে এলে, বলাৎকারের বিষয়টি জানায় সে।

এমনকি মাদ্রাসা শিক্ষকদের জানানোর পরও কোন ব্যবস্থা না নিয়ে উল্টো কাউকে না জানানোর হুমকি দিয়েছে বলেও অভিযোগ করে শিশুটি। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।