অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আবজালের বিলাসবহুল বাড়ি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৪ অক্টোবর : অস্ট্রেলিয়ার সিডনিতে বিলাসবহুল বাড়ির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা আবজাল হোসেন। এতোদিন বিদেশে তার বিপুল অর্থ-সম্পদের কথা শোনা গেলেও এবার তথ্য ও ছবি এসেছে ইনডিপেনডেন্ট টেলিভিশিনের হাতে। বিদেশে আবজালের অর্থ-সম্পদ লুকোনার চেষ্টা করছেন তার স্ত্রী রুবিনা ও স্বজনেরা। এমন তথ্যও জানিয়েছেন গোয়েন্দারা।

রাজধানী ঢাকা বা দেশের যেকোনো শহরে একটি বাড়ি বা ফ্লাটের মালিক হওয়ার স্বপ্ন দেখে সারা জীবন কাটিয়ে দিয়েছেন- এমন মানুষের সংখ্যা কম নয়। আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আবজালের উন্নত বিশ্বে বিলাশবহুল বাড়ি।

২০১৪ সালে কানাডার টরোন্টোর স্কারবার্গের গ্রাসিংটনে একলাখ ডলারে একটি বাড়ি কেনেন আবজাল। এই বাড়ি কেনার অর্থ আসে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটা অর্থ লোপাট আর টেন্ডারের কমিশন দুর্নীতি থেকে।

২০১৫ সালে অস্ট্রেলিয়া বেড়াতে গিয়ে সিডনির প্রিসটনস এলাকার একটি বাড়ি মনে ধরে যায় আবজাল দম্পতির। বাড়িটির মালিক হতে মরিয়া হয়ে উঠে আবজাল। ২০১৬ সালে কানাডার বাড়িটি ১ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি করে এর সঙ্গে আরো ১ লাখ ৭০ হাজার ডলার যোগ করে, মোট ৩ লাখ ৩০ হাজার ডলার জমা করেন এএনজেড ব্যাংকে। আবজাল কিনে নেন তার নতুন স্বপ্নের বাড়ি।

এরপর আবজাল ব্যস্ত হয়ে পড়েন বাড়িটির সাজ সজ্জায়। বসার ঘরে সোফাসেট বা খাবার ঘরের ডাইনিং টেবিল, সবই নজরকাড়া। কিন্তু কত টাকায় কেনা হয়েছে এসব সৌখিন আসবাবপত্র, তা জানা যায়নি।

২০১৮ সালে সরকারি চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া নিবাসী হতে চেয়েছিলেন আবজাল। কিন্তু তত দিনে গোমোর ফাঁস। দুর্নীতি অভিযোগে দুদকের মামলায় শ্রীঘরে যেতে হয় তাকে।

আবজাল জেলে থাকলেও, তার স্ত্রীর বা স্বজনেরা অস্ট্রেলিয়ার বাড়িটি বিক্রি করে টাকা লুকিয়ে ফেলতে তৎপর বলে জানিয়েছে গোয়েন্দারা। বিশ্লেষকদের মতে, শুধু আবজাল নয়, তার আশ্রয়-প্রশ্রয় দাতা বা সহযোগী সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিৎ।

কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার ২০টি ব্যাংক হিসাবে আবজালের ৪০ কোটি টাকা জব্দে কাজ করছে দুদক। বিদেশে তার আর কি সম্পদ আছে তাও খতিয়ে দেখছে সংস্থাটি। আর দেশে ক্রোক করা হয়েছে আবজালের একাধিক সুউচ্চ ভবন, ফ্লাট ও প্লট।