ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).আন্তর্জাতিক প্রতিনিধি,০২ অক্টোবর : চীনের সীমান্তের কাছাকাছি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। দীর্ঘদিন ধরে দুই দেশের সীমান্ত নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দিল্লির পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার ভারত সীমিতসংখ্যক ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটার।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানায়, ভারত আনুষ্ঠানিকভাবে নির্ভয় সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সেনাবাহিনী ও নৌবাহিনীর হাতে তুলে দেবে। তবে তার আগে এ ক্ষেপণাস্ত্রের সপ্তম দফা পরীক্ষা সম্পন্ন করবে তারা।
এরই মধ্যে বৃহস্পতিবার ভারত বর্ধিতপাল্লার সুপারসনিক ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
গত মে মাসে লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দু দেশের মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। এরপর দুপক্ষ কয়েকদফা শান্তি আলোচনায় বসলেও সীমান্তে শক্তি বাড়ানোর কাজ কেউ বন্ধ করে নি।