ঢাকা ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),স্টাফ রিপোর্টার,০২ অক্টোবর : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠবারের দায়িত্ব পেলেন তিনি। সময় হিসেবে তা ১২ বছরের বেশি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশের ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খান তার বর্তমান চাকুরির মেয়াদ পূর্ণ হওয়ার পর আগামী ১৪ অক্টোবর থেকে ৩ বছরের জন্য আবারো দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে, চট্রগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে এ কে এম ফজলুল্লাহ কে। আগামী ১ নভেম্বর মেয়াদ পূর্ণ হওয়ার পর পুনরায় ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।