ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আখাউড়া প্রতিনিধি,১২ আগষ্ট : ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা হারুন মিয়া বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্তরা হলেন আখাউড়া থানার এসআই মুতিউর রহমান, এসআই হুমায়ুন, এএসআই খোরশেদ, কনস্টেবল প্রশান্ত ও সৈকত।
মামলার বিরণীতে জানা যায়, পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা হারুনের প্রতিবেশী এক নারী পুলিশের সহায়তায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। হারুন মাদক ব্যবসায় বাধা দিলে ওই নারী তাকে বারবার পুলিশ দিয়ে হয়রানি করে। গত ২৬ মে গভীর রাতে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য ওই নারীকে গ্রেপ্তারের নাটক করে তাকে সঙ্গে নিয়ে হারুনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তল্লাশির নামে হারুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পুলিশ। এক পর্যায়ে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায় তারা। পরদিন ভোর ৪টার দিকে আবারও ওই পুলিশ সদস্যরা এসে হারুন এবং তার স্ত্রীকে মিথ্যা মাদক মামলা ও যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। প্রাণে বাঁচতে দ্বিতীয় দফায় ওই পুলিশ সদস্যদের আরও ৫০ হাজার টাকা দেন হারুন।
মামলার বাদী হারুন মিয়া বলেন, ‘অভিযুক্তরা আমাকে বিভিন্ন সময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছে। তাদের কারণে আজকে আমি বাড়িছাড়া। ন্যায়বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়েছি।’
আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় আগেও একটি অভিযোগ হয়েছিল, যা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তদন্ত করছেন। আদালত পরবর্তী নির্দেশনা দিলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, তিনি আদালতের নির্দেশনার কোনো কাগজ এখন পর্যন্ত পাননি।