মাউন্ট সিনাবাং। ছবি: এপি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,১১ আগষ্ট : ভয়ংকরভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের এলাকায়। উপরের দিকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় ধোঁয়া। চারপাশে ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে পড়ে ছাই। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ইন্দোনেশিয়ার আগ্নেগিরি ও ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহত বা আহত হয়নি। বিস্ফোরণের গর্তের মুখ থেকে মানুষজনকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরে থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সোমবার সকাল থেকে আগ্নেয়গিরি ভয়াবহ আকার ধারণ করে। সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকে জেগে ওঠে। তবে মাউন্ট সিনাবাং সবচেয়ে ভয়ংকর রূপ প্রত্যক্ষ করা গেছে ২০১৬ সালে। আবার সম্প্রতি সেই রূপের দেখা মিলছে। গত সপ্তাহেও দুবার ছোট দুটো অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে। আর সোমবার থেকে তা ভয়াবহ আকার ধারণ করেছে।