ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়: ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ আগষ্ট : ক্রসফায়রের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে কোতোয়ালী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের।

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় এবং চাঁবাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের। সোমবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়। তবে, এ বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেয়নি।

ওসি মিজানুর রহমান ছাড়া অন্য পুলিশ সদস্যরা হলেন, দুই এসআই এবং দুই এএসআই।