ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৯ আগষ্ট : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গণমাধ্যমে প্রচার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কক্সবাজারের এসপির ফোনালাপ যাচাই করবে র্যাব।
শনিবার (৮ আগস্ট) উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, ‘এ ঘটনার প্রকৃত কারণ বের করতেই মূলত আমরা তদন্ত শুরু করেছি। এর অংশ হিসেবে আসামিদের জিজ্ঞাসাবাদ, ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং গণমাধ্যমেও প্রচারিত ফোনালাপ যাচাই করতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত চলছে। কারো বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব। সে ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় টেকনাফ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সে মামলাটির তদন্ত আমরা করব। ওই মামলায় সিনহার সঙ্গে থাকা তার দুই বন্ধুকে আসামি করা হয়েছে। তারা ঘটনার প্রত্যক্ষদর্শীও। তাদের কাছ থেকেও তথ্য নেওয়ার প্রয়োজন আছে। এজন্য একজন আইনজীবীর সঙ্গে কথা বলে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে তাদের জামিন চাওয়া হতে পারে।’
ওই র্যাব কর্মকর্তা বলেন, ‘এ হত্যাকাণ্ডে কোনো নির্দিষ্ট ব্যক্তি জড়িত কি না, তার উদ্দেশ্য কী ছিল, তা পরিষ্কার করা হবে। নিহতের বোনের দায়ের করা মামলায় বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। যে দুজন এখনো পলাতক আছে, তারা পুলিশের সদস্য নয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।