খুলে দেওয়া হয়েছে সৌদির সব মসজিদ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,৩১ মে : দুই মাসের বেশি সময় পর সৌদি আরব মুসল্লিদের জন্য সব মসজিদ খুলে দিয়েছে। রোববার দেশটিতে লকডাউন শিথিলের পর মসজিদগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রিয়াদের সবচেয়ে বড় মসজিদ আল রাঝি মসজিদের মুয়াজ্জিন আব্দুল মজিদ আল মোহাইসেন বলেন, ‘আল্লাহর ক্ষমা অনুভব করার এবং বাড়ির পরিবর্তে মানুষকে মসজিদে নামাজের জন্য আহ্বান করার অনেক বড় অনুভূতি এটা।

রোববার ফজরের নামাজের সময় মুসল্লিরা মুখে মাস্ক পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে গিয়েছেন। তাদেরকে বাড়ি থেকে অজু করে মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদে কাতারে অন্তত দুই মিটার দূরত্ব রেখে এবং পরস্পর হাত না মেলানোর নির্দেশ দেওয়া হয়েছে মুসল্লিদের। এছাড়া বৃদ্ধ, ১৫ বছরের নিচে শিশু এবং যাদের দুরারোগ্য ব্যাধি রয়েছে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কা ছাড়া সব শহরে ২১ জুন কারফিউ প্রত্যাহার করে নেওয়া হবে। এছাড়া করোনার কারণে জারি করা নিষেধাজ্ঞাগুলো তিন ধাপে তুলে নেওয়া হবে। অবশ্য হজ ও ওমরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে সে ব্যাপারে কিছু এখনও জানানো হয়নি।