আম্পানের পূর্বাভাস দেয়া গবেষক এবার আশঙ্কা করছেন ভয়াবহ বন্যার!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আবহাওয়া প্রতিনিধি,২২ মে : একটি ফেসবুক স্ট্যাটাসে গত ২৫ এপ্রিল ঘূর্ণিঝড় আম্পানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর, প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ। এই গবেষক সম্প্রতি আরেকটি স্ট্যাটাসে আশঙ্কা করেছেন আম্পান পরবর্তী ভয়াবহ বন্যার।

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কমকে তিনি বলেছেন, তখন থেকে এ ঝড়কে মাথায় রেখে প্রস্তুতি নিলে ফসলের এত ক্ষতি হতো না। বিপুল ক্ষতি হওয়া আমসহ মোটামুটি পরিপক্ক ফসল আগেই ঘরে তোলা যেত।

এর আগে ২৫ এপ্রিল নিজের ফেসবুকে আম্পানের আগমনের খবর প্রকাশ করেন এ গবেষক। সেখানে তিনি একটি ইনফ্রারেড ছবি ব্যবহার করেন। ছবিটিতে তিনি আম্পানের কেন্দ্রকে কালো কালি দিয়ে চিহ্নিত করেন।

যথেষ্ট প্রযুক্তি থাকলেও আবহাওয়া অধিদফতরের দূরবর্তী সতর্কতা দিতে না পারাকে ইচ্ছাশক্তি সংকট বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২১মে)  আরেক স্ট্যাটাসে সারাদেশে বন্যা আসছে বলে পূর্বাভাসও দিয়েছেন তিনি। ২১ মে তে দেয়া ঐ স্ট্যাটাসে তিনি বলেন, আম্পান ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ঝড়গুলো একটি। আম্পানের তীব্রতায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। কেননা আম্পানের পরিধি অনেক বড় ছিল।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানের কারণে ২৬টি জেলায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১১শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা বলেও জানিয়েছেন তিনি।