ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,১১ মে : করোনা র্যাপিড টেস্টিং কিট অত্যন্ত কার্যকর দাবি করা সত্ত্বেও এটি সরকারি অনুমোদন পায়নি বলে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণস্বাস্থ্য প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (১১ মে) বিকেলে ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরো বলেন, বিচ্ছিন্নভাবে না করে আরো পরিকল্পিতভাবে করোনা চিকিৎসা দরকার। পরীক্ষা করার জন্য দ্রুত অনুমতি দিতে সরকারকে বিবেচনা করার আহবান জানান তিনি। প্রতিদিন ১০ লাখ করোনা কিট তৈরি করতে প্রস্তুতি নেওয়ার কাজ করছে গণস্বাস্থ্য। তবে, আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা সম্ভব নয়। গণস্বাস্থ্য পুরোপুরি প্রস্তুত।
তিনি আরো বলেন, দ্রুত পরীক্ষার ব্যবস্থা থাকলে যাদের নেগেটিভ ফলাফল পাওয়া যেত, নানা রোগে আক্রান্তদের ফিরিয়ে না দিয়ে অন্যান্য রোগের চিকিৎসা সহজ করা সম্ভব হত।