প্রণোদনা দিয়ে পেঁয়াজ রপ্তানি করতে চায় ভারত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,১০ মে : লকডাউনের কারণে ভারতের অভ্যন্তরীণ বাজারে কমে গেছে পেঁয়াজের চাহিদা। এর ফলে বাজারে দামও পড়ে গেছে। তাই ব্যবসায়ীদের সুরক্ষার জন্য প্রণোদনা দিয়ে পেঁয়াজ রপ্তানি করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

লকডাউনের কারণে সড়ক পথে রপ্তানি পণ্য পাঠাতে জটিলতার কারণে রেলপথে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়েছিল রাজ্যের কৃষিপণ্য বাজারজাতকরণ বোর্ড। তাতে ফলও এসেছে। ইতোমধ্যে সংস্থাটি নাশিক জেলার লাসাগাও পাইকারি বাজারের ৪/৫ জন ব্যবসায়ীকে ট্রেনে করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে সহযোগিতা করেছে।

মার্চেন্ডাইজ এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া স্কিমের আওতায় পেঁয়াজ রপ্তানিকারকদের পাঁচ শতাংশ ছাড়ের ব্যবস্থা ছিল। পেঁয়াজের অতিরিক্ত উৎপাদন দ্রুত রপ্তানির জন্য এই প্রণোদনা দেওয়া হতো। তবে গত বছর জুনে পেঁয়াজ উৎপাদনে সংকট দেখা দিলে এই প্রণোদনা বাতিল করা হয়। তবে এবার মহারাষ্ট্রে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে লকডাউন ঘোষণায় বিপদে পড়েছে কৃষকরা। ভারতের হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারেই কমে গেছে এই কৃষিজ পণ্যটির চাহিদা।

চলতি বছর রাজ্যে ৪ দশমিক ৯৯ লাখ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২ দশমিক ৬৭ লাখ হেক্টর। ধারণা করা হচ্ছে এবার ২৪৫ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হবে রাজ্যে।