পোশাককর্মীদের শতভাগ বেতন ও বোনাসের দাবিতে কাল বিক্ষোভ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০৯ মে : গার্মেন্টস শ্রমিকদের শতভাগ বেতন ও ঈদের আগে বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক রাজু আহমেদের পাঠানো এক বার্তায় জানানো হয়, আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ ও মিছিল হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক সংহতি সভানেত্রী তাসলিমা আক্তার, সম্পাদক জুলহাস নাঈম বাবু, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শামীম ইমাম, সম্পাদক শবনম হাফিজ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মোস্তাক আহমেদ, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি বিপ্লব ভট্টাচার্য, জাতীয় সোয়েটার গার্মেন্টস ও ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এএএম ফয়েজ আহমেদ, গার্মেন্টস শ্রমিক সভা সভাপতি শামসুজ্জোহা প্রমুখ নেতৃবৃন্দ।