ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০২ মে : সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২ মে) আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, সাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চকমানোসহ মাঝারি ধরনরে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারীবর্ষণ হতে পারে।
তিনি বলেন, বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরো তিন দিন থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এদিকে, ঘুর্ণিঝড় আম্ফানের বিষয়ে তিনি বলেন, এখনো ঘুর্ণিঝড়টি সক্রিয় হয়নি।