করোনায় জীবন দিলেন সম্মূখ যুদ্ধের এক পুলিশ সদস্য

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০১ মে : করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এএসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।
নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (০১ মে) সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এএসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে তার মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনা যুদ্ধে প্রাণ হারালেন।