ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,২৮ মার্চ : [১]মানুষকে বেধড়ক মারপিট ও বেইজ্জতি, কলকাতায় ১২ পুলিশ ক্লোজ
[২] করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে এই লকডাউনের সময় কলকাতায় কোথাও কোনরকম জমায়েত হলেই পুলিশ তাদের হটিয়ে দিয়েছে। এসময় পুলিশ মারমুখী ও নির্দয় ছিলো, দেখা গেছে প্রকাশিত ভিডিওতে। এনডিটিভি, টেলিগ্রাফ ইন্ডিয়া, ডেইলি পাইওনিয়ার, নিউজইন্ডিয়া
[৩] এই প্রেক্ষাপটে ও করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সংবাদ সম্মেলন করেছেন রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে।
[৪] তিনি বলেন, আমরা পুলিশের অতিসক্রিয়তার ১২টি অভিযোগ পেয়েছি। পুলিশকর্মীদের ক্লোজ করেছি, যাতে মানুষের ওপর কোনও অত্যাচার না হয়।
[৫] তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কলকাতার সব কর্মকর্তাদের বলেন, মানবিকভাবে পরিস্থিতির মোকাবেলা করুন। একদিকে আপনারা দেখবেন, মানুষ যাতে লকডাউন মেনে চলেন। অন্যদিকে, যদি কারও সমস্যা হয়, সেটা আমাদের মানবিকভাবে দেখতে হবে। মানুষ যেন প্রয়োজনে ওষুধ কিনতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
[৬] মুখ্যমন্ত্রীর নির্দেশ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বা ওষুধের গাড়ি আটকাবেন না।