বিশ্ব নারী দিবস আজ,গাড়ি চালিয়ে সৌদিতে নারী দিবস উদযাপন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,০৮ মার্চ : আজ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসে গাড়ি চালিয়ে দিবসটি উদযাপন করছে সৌদি আরবের অনেক নারী। কয়েক বছর আগেও দেশটির নারীরা গাড়ি চালানোর কথা কল্পনাতেও ভাবতে পারতো না।

দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রকের সহকারী পরামর্শক আসিল বলখিয়র (১৯) বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসে সৌদি নারীরা তারা যে স্বাধীনতা পেয়েছে তা উদযাপন করছে।

তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যেসব স্বাধীনতার কথা কল্পনাই করিনি তা এখন পেয়েছি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান নারীরা স্বর্ণযুগ পালন করছে। এখান থেকে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে পারবে।

বেশ কয়েক বছর আগে সৌদিতে নারীদের গাড়ী চালানোর ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল। সেইসংগে পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারতো না।

২০১৬ সালে যুবরাজ ঘোষণার পর থেকে রাজতন্ত্রের দেশটিতে মোহাম্মদ বিন সালমানকে অঘোষিত শাসক বলে মনে করা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেসময় যখন চরম রক্ষণশীল সৌদি আরবে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন তখন সেটি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছিল।