ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি : রজব মাসের চাঁদ সোমবার দেখা না দেয়ায় আগামী ২২ মার্চ দিবাগত রাতে বাংলাদেশে ইসলাম ধর্মানুসারীরা শবে মেরাজ পালন করবেন, সে অনুসারে ২৩ মার্চ থাকবে ঐচ্ছিক ছুটি।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজ (সোমবার) বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মেরাজ পালিত হবে।