পুলিশের ভুলে জেল খাটছে নিরীহ রাজন, অবশেষে জামিন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ব্রাহ্মণপাড়া প্রতিনিধি,১২ নভেম্বর : এক আসামির পরিবর্তে গ্রেপ্তার নিরীহ ব্যক্তি রাজন ভূঁইয়াকে আজ সোমবার জামিনের পাশাপাশি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে এ ভুলের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এক উপপরিদর্শকে (এসআই) মামুনুর রশীদকে তলব করা হয়েছে। নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করায় কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদালত একই সঙ্গে নিরীহ রাজন ভূঁইয়ার পরিবারকে কোনো ধরনের হয়রানি না করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশে বলেছেন, যাচাই-বাছাই না করে নিরীহ নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই-বাছাই না করে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইনের সংশ্লিষ্ট ধারা তুলে ধরে আদালত বলেছেন, নিরীহ রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করায় পুলিশ আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। এই আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন মাসের কারাদণ্ড বা তিন মাসের বেতনের সমপরিমাণ জরিমানা।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন।