
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি বৌদ্ধপ্রধান ও আসিয়ানের সদস্য দেশে আমরা সফর করছি, এর একটা গুরুত্ব আছে। ভিক্ষুদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাবেন।’
জাতিসংঘের থার্ড কমিটির ভোটাভুটিতে মিয়ানমারের পক্ষে অবস্থান নেয় কম্বোডিয়া। এই সফরের পরে মিয়ানমারের প্রতি তাদের অবস্থান পরিবর্তন হবে কিনা, এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখা যাক কী হয়। আশা করছি সফরের পর আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে।’
তিনি আরো বলেন, ‘এই সফরে দেশ দুইটি তাদের জাতির পিতার সম্মানে নিজ নিজ দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করবে। বাড়িধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত পার্ক রোড রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদোম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইভাবে কম্বোডিয়া সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তাদের দেশের রাজধানী নমপেনের একটি প্রধান সড়কের নামকরণ করবে।’
এই সফরে মোট ১১টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।