পিলখানা হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু

SHARE

pilওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৭ নভেম্বর :  পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।  আসামি সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার রায় পড়া শুরু হয় গতকাল রবিবার সকাল ১০টা ৫৪ মিনিটে।  প্রায় আড়াই ঘণ্টা পর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, রায়ে এক হাজার পৃষ্ঠার পর্যবেক্ষণ রয়েছে।

গতকাল রবিবার দুপুর ১টায় আদালত বিরতিতে যাওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আজকের পর কালকেও বিচারকরা আবার পর্যবেক্ষণ পড়বেন।  আজকে অর্ডারিং পোরশন (সাজার অংশ) তারা দেবেন বলে মনে হয় না।’
পিলখানা হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু
আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে রায় পড়া শুরু করেন কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। মামলা সংশ্লিষ্ট আইনজীবী, অ্যাটর্নি জেনারেল এবং কয়েকজন সিনিয়র আইনজীবী ছাড়া আদালতে কাউকে ঢুকতে দেয়া হয়নি।  পরিচয়পত্র দেখে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়েছে।