ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হাজিগঞ্জ প্রতিনিধি,০৮ নভেম্বর : হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের, দক্ষিণ শ্রীপুর ইউ,পি .. আলম বাড়ীর রাস্তা নির্মাণে করছে রডের বদলে বাশঁ দিয়া। ইউপি চেয়ারম্যান বলেন,রডের বদলে বাশঁ দিয়া কাজ করলে উন্নয়ন মজবুত হয়। তাই বাস্তায় রডের বদলে বাশঁ দিচ্ছি।