ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এম এইচ বিপ্লব সিকদার,০৮ নভেম্বর : কুমিল্লার মেঘনা উপজেলায় হেলাল( ৪০) নামের কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছে। উপজেলার মানিকারচর ইউনিয়নের করিমাবাদ গ্রামে রবিবার ঘটনাটি ঘটে। জানা যায় হেলাল মিয়া দুটি বিয়ে করে, প্রথম সংসারে তিন ছেলে মেয়ে রেখে কয়েক মাস আগে সে আরো একটি বিয়ে করে চাঁদপুরে। ফলে প্রথম স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়ি উপজেলার ব্রাম্মন চর বসবাস করে। কিছুদিন আগে উপজেলার নারী ও শিশু বিষয়ক কার্যালয়ে গিয়েছিলো পরামর্শের জন্য সেখান থেকে হেলালের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন, পড়ে প্রথম স্ত্রী আর যোগাযোগ করেনি। দু দিন আগে হেলাল প্রথম স্ত্রীর নিকট যায়।সেখান থেকে এসে গত রবিবার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার ময়না তদন্তে শেষে লাশ দাফন করা হয়। গ্রামের মানুষ বলছে,প্রথম স্ত্রী হেলালকে চাপ দেওয়ার পর ২য় স্ত্রীকে তালাক দেয় হেলাল। গ্রামের মানুষ কখনও ২য় স্ত্রীকে দেখে নাই এই গ্রামে। তবে ২য় বিবাহের কথা লোকমুখে শুনেছে। গ্রামের মাতাব্বরগন বলছে,প্রথম স্ত্রীর চারিত্রিক অবস্থা বেশী ভাল না। আমরা বহুবার এর বিচার করেছি। ইদানিং ১ম স্ত্রী বাপের বাড়ীতে স্থানীয় মোবাইল ব্যবসায়ী তরুন যুবকের প্রেমে পরছে বলে শোনেছেন। তাদের ধারনা স্ত্রীর তরুন যুবকের সাথে যৈান হয়রানী বন্ধ করার জন্য হেলাল বহু চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে হেলাল আত্মহত্যা করার অভিযোগ। হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে,ময়নাতদন্ত ও পুলিশ তদন্তে জানা যাবে। এই ব্যাপারে মেঘনা থানার এস আই মোঃ আলমগীর বলেন, এর রকম একটি অভিযোগ আছে থানাতে। একটি ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়।