বায়োমেট্রিক তথ্য জালিয়াতি করে সিম বিক্রি: গ্রেপ্তার ৩

SHARE

garafterওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ নভেম্বর :  গ্রাহকদের সিমের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নতুন সিম নিবন্ধন করে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই উচ্চ দামে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাজীব ফরহানের নেতৃত্বে রবি ও  আজ সোমবার রংপুর ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রংপুরে টেলিটকের একটি কাস্টমার কেয়ার সেন্টারের সুপারভাইজার আহম্মদ জাহিদ আনোয়ার (৩০), রংপুর সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর মো.মাহমুদুল হাসান মামুন (৩০) এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মো. সাইদুল ইসলাম (২২)।

রংপুর থেকে গ্রেপ্তারদের কাছে টেলিটকের অপরাজিতা ও বর্ণমালা প্যাকেজের ১১৫০টি সিম এবং ঢাকায় গ্রেপ্তার সাইদুলের কাছে আরও দুইশ সিম পাওয়া গেছে বলে রাজীব ফরহান  জানান।

তিনি বলেন, ওই চক্রটি কোনো কাগজপত্র ছাড়াই নির্দিষ্ট কিছু লোকের কাছে অবৈধভাবে সিম বিক্রি করে আসছিল। সোশাল মিডিয়ায় ভুয়া আইডি খুলতে, কাউকে হুমকি দিতে, বিকাশের পারসোনাল অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে সেসব সিম ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।