কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা : চাচি বিউটি গ্রেফতার

SHARE
beauty_108238ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,৩১ অক্টোবর :  নরসিংদীতে কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি চাচি বিউটিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব।
আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে জেলার বিশ্বনাথ থানাধীন মীরেরগাঁও গ্রাম থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। অন্যজন হলেন বিউটির মা হোসনে আরা।
র‌্যাব ৯-এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সিলেটের বিশ্বনাথের মীরেরগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত শুক্রবার রাতে কে বা কারা আজিজাকে তুলে নিয়ে হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর থানার খৈনকুটে।
আজিজাকে (১৪) মোবাইল ফোন চুরির অভিযোগে পুড়িয়ে হত্যার অভিযোগ পরিবার থেকে করা হলেও পুলিশ বলছে ভিন্ন কারণ। পুলিশ বলছে, পরিবারের ওই অভিযোগের সত্যতা মিলছে না। চাচি বিউটির অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় আজিজার ওপর ভয়ঙ্কর নিষ্ঠুরতা নেমে এসেছিল। প্রাণ দিতে হয়েছে তাকে।
আজিজাকে হত্যার অভিযোগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাবা আবদুস সাত্তার ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত আসামি তমুজাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে।
এজাহারে ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ১৯ অক্টোবর আজিজার চাচি বিউটির মোবাইল ফোন চুরি হয়। এ জন্য তিনি আজিজাকে দোষারোপ করেন। বিউটি ফোনটি ফেরত চান এবং হুমকি দেন, ফোন ফেরত না দিলে আগুনে পুড়িয়ে মারবেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুরগির খামারের জন্য কেরোসিন তেল আনতে আজিজা খৈনকুট বাজারে যায় এবং মিজানের দোকান থেকে এক লিটার কেরোসিন তেল কিনে বাড়ির দিকে রওনা হয়। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রবিউল্লাহ ফরাজির বাগানে চিৎকার শুনে ও আগুন দেখে লোকজন গিয়ে পানি দিয়ে আজিজার শরীরের আগুন নেভায়। তার পর দ্রুত নরসিংদীর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।