মেঘনায় আজ ইসলামী ছাত্র খেলাফত,মেঘনা উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

SHARE

22853246_596483797359723_7692312063026010386_nওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,২৮ অক্টোবর : কুমিল্লা মেঘনায় আজ ইসলামী ছাত্র খেলাফত,মেঘনা উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। মেঘনা থানার সভাপতি ছাত্রনেতা মুহা.আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ছাত্র খেলাফতের সাবেক সভাপতি, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচি জননেতা মাওলানা আলতাফ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাত্র খেলাফতের সাবেক সভাপতি মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী ছাত্র খেলাফতের সেক্রেটারি জেনারেল মুহা.আবুল হাসিম শাহী, ইসলামী ঐক্যজোটের নির্বাহী সদস্য জননেতা মাওলানা মেহেদী হাসান। আরো বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।