ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

SHARE

Rajshahi Madrasa News 25 Oওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজশাহী প্রতিনিধি,২৭ অক্টোবর : রাজশাহীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল জব্বার মাহমুদ জিহাদী (৫৫) নামের মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মহানগরীর ছোটবনগ্রাম এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসার সুপারেন্টেন্ড ও হেফাজতে ইসলামের রাজশাহী শাখার অর্থ সম্পাদক।

মঙ্গলবার গভীর রাতে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি মামলা করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার হেফজো বিভাগের ১৪ বছরের এক আবাসিক ছাত্র বাবাকে সাথে নিয়ে থানায় এসে তাকে বলাৎকারের অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার আব্দুল জব্বার মাহমুদ জিহাদী গ্রেফতার করা হয়। এ সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক কোনো সমস্যা না থাকায় বুধবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। পরে তাকে থানায় আনা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই ছাত্রের বাবা।
তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে মাদ্রাসা সুপার আব্দুল জব্বার তার নিজের চেম্বারের বাথরুমে ওই ছাত্রকে বলাৎকার করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়।
বলাৎকারের শিকার ওই ছাত্র সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে তাকে ডেকে নিয়ে গিয়ে মাদ্রাসার সুপার তার বাথরুমে কাপড় কাচতে দেন। এ সময় সুপার বাথরুমে গোসল করতে ঢুকে তাকে ধরে বলাৎকার করেন। সেই সাথে বিষয়টি কাউকে বললে মাদ্রাসা থেকে বের করে দেয়ারও হুমকি দেয়।
পরে মঙ্গলবার বিষয়টি তার এক শিক্ষককে জানালে সেই শিক্ষক তার পরিবারের সদস্যদের জানান। ওই দিন বিকেলে তার বাবা রাজশাহীতে আসেন এবং থানায় জানান বলে জানিয়েছেন ওই ছাত্র।