ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৫ মামলা

SHARE

Bd-Pratidin-17-10-25-AK-5ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ নভেম্বর : শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গতকাল শ্রম আদালতে আরও ১৫টি মামলা হয়েছে। শ্রমিকদের ‘প্রাপ্য বকেয়া’ পরিশোধ না করায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে মামলাগুলো করা হয়।

একই অভিযোগে এর আগে ১২টি মামলা হয়েছিল। শ্রম আদালত সূত্র জানান, ১২ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ১৫টি মামলা করা হয়। বিচারক প্রাথমিকভাবে এসব মামলা গ্রহণ করে বিবাদীদের জবাব দিতে আগামী ৩ ও ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। এর আগে একই অভিযোগে আগের ১২টি মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করা হয়। জানা যায়, গ্রামীণ টেলিকম ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ১৫৮ কোটি টাকা মুনাফা করে। শ্রম আইন অনুযায়ী নিট মুনাফার ৫ শতাংশ কোম্পানির কর্মীদের দেওয়ার কথা। এই হিসাবে কর্মীদের নিট মুনাফা ১০৭ কোটি ৯৩ লাখ টাকা হয়। এর মধ্যে ৮০ শতাংশ কর্মীদের, ১০ শতাংশ সরকারকে এবং অন্য ১০ শতাংশ কল্যাণ তহবিলে জমা দিতে হবে। কিন্তু কর্মীদের প্রাপ্য পরিশোধ করা হয়নি এবং সরকারকেও টাকা দেওয়া হয়নি।