নেত্রকোনায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ: এএসপিসহ আহত ১০

SHARE

netrokona-1_92488ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নেত্রকোনা প্রতিনিধি,০৪ আগস্ট :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে আজ শুক্রবার দুপুরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলাকালে আওয়ামীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সার্কেল সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক, এস আই রফিকুল ইসলাম, কবীর হোসেনসহ ৫পুলিশ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা রমজান আলী, আলম মিয়া, লেলিন, মামুন তালুকদার অপরদিকে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, বিএনপি নেতা মঞ্জুরুল হক, যুবদল নেতা ইউসুফ মাহমুদ সহ উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। পুলিশ উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াসহ ৭জন নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে ২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
নেত্রকোনায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ: এএসপিসহ আহত ১০
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের নির্ধারিত তারিখ ছিল। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি‘র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের বাগিচাপাড়ায় পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রুনুর বাসায় জড়ো হয়। দুপুর দুইটার দিকে উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি‘র নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের সিনিয়র সার্কেল এএসপি শাহ শিবলী সাদিকসহ আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীসহ কমপক্ষে ১৫জন আহত হয়।

দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্য হয়েছে। পুলিশ বিএনপির সভাপতিসহ ৭জনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।