প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেফতার

SHARE

arrest_49696_1497537988ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মুরাদনগর প্রতিনিধি,১৬ জুন : ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে আপত্তিকর মন্তব্য করে পোস্ট করার অভিযোগে কুমিল্লার মুরাদনগরে রায়হান চৌধুরী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার বাখরনগর গ্রামের আবু তৈয়ব চৌধুরীর ছেলে।

সর্বশেষ বৃহস্পতিবার ওই যুবক তার ফেসবুক আইডিতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য পোস্ট করলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমীনসহ একদল ছাত্রলীগ কর্মী ও এলাকাবাসীর সঙ্গে তার মতবিরোধ হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক শরীফ খান বাদী হয়ে রায়হান চৌধুরীকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রায়হান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে।

সৌজন্যে : দৈনিক যুগান্তর।