রাঙামাটির পাহাড় ধসে ঝরল যেসব প্রাণ

SHARE

rangamati-hill-collapse_83439ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাঙ্গামাটি প্রতিনিধি,১৫ জুন :  প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে ও গাছচাপা পড়ে পাঁচ জেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ এ জনে । এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে রাঙামাটিতে ১০৭ জন, চট্টগ্রামে ৩০ জন, বান্দরবানে ছয়জন, খাগড়াছড়িতে দুজন এবং কক্সবাজারে দুজনের মৃত্যু হয়। রাঙামাটিতে নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচ সেনা সদস্যও রয়েছেন। পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু করতে গিয়ে তারা প্রাণ হারান।

পাহাড় ধসে এ পর্যন্ত রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় নিহতদের নামের তালিকা নিম্নে দেয়া হলো। রাঙামাটি জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ তথ্যমতে, রাঙামাটি সদর উপজেলায় ৫৩ জন(বৃহস্পতিবার সকালে আরেক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে, সর্বশেষ ৫৪ জন), কাউখালীতে ২৩জন, কাপ্তাই উপজেলায় ১৯জন, জুরাছড়ি উপজেলায় ২জন ও বিলাইছড়ি উপজেলায় ২জন নিহত হয়েছে। এরপ্রায় আধঘন্টা পরই শহরের শিমুলতলি এলাকা থেকে আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়:
(বি: দ্র: এই তালিকা রাঙামাটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নেয়া)

রাঙ্গামাটি সদর উপজেলাঃ ৫৪ জন
০১। মেজর মাহফুজ,
০২। ক্যাপ্টেন তানভীর,
০৩। কর্পো আজিজ,
০৪। সৈনিক মোঃ শাহীন, ২০ বীর রাঙ্গামাটি রিজিয়ন।
০৫। সৈনিক মোঃ আজিজুর রহমান, মাদারীপুর
০৬। রুমা আক্তার(২৫) স্বামী- মোঃ সোহেল, ভেদভেদী নতুন পাড়া,
০৭। নুরী আক্তার (০৩) বাবা- মোঃ সোহেল,
০৮। হাজেরা বেগম (৪০) স্বামী- নবী হোসেন,
০৯। সোনালী চাকমা, (৩০) স্বামী- জীবন চাকমা,
১০। অমিয় চাকমা (১০) বাবা- জীবন চাকমা,
১১। আইয়ুশ মল্লিক(২) বাবা- লিটন মল্লিক
১২। চুমকী মল্লিক(২২) স্বামী লিটন মল্লিক,
১৩। লিটন মল্লিক (২৮) বাবা- গোপাল মল্লিক,সনাতনপাড়া, ভেদভেদী,,
১৪। মিল্টন/মিন্টু ত্রিপুরা (৪৫), বাবা- অরুপ ত্রিপুরা, রিজার্ভবাজার,
১৫। মিলি চাকমা (৫৫), স্বামী- সুদশী চাকমা, মনোঘর এলাকা
১৬। ফেন্সী চাকমা, বাবা- প্রদীপ চাকমা, মনোঘর,
১৭। মাহবুব আলম (৫০), বাবা- সাদু রশিদ, গবঘোনা, মগবান ইউনিয়ণ,
১৮। মোঃ শাহীন (২৫) , বাবা- মৃতঃ শমসু মিয়া,
১৯। হিরনবী চাকমা, স্বামী- রবিন্দ্র লাল চাকমা, মরংছড়ি, মগবান,
২০। সীমা চাকমা (৩২), স্বামী- অনিল চাকমা, বালুখালী,
২১। সুজন চাকমা(৭) বাবা- অনিল চাকমা, বালুখালী,
২২। বন্যা চাকমা (৩) বাবা- অনিল চাকমা,বালুখালী।
২৩। জুরি চাকমা(১০), বাবা- জয় মঙ্গল চাকমা, সাং- ভেদভেদী এলাকা, রাঙ্গামাটি সদর
২৪।মোঃ কামাল (৩০), বাবা- সমর আলী, মাতা- জামিলা পাবলিক হেলথ এলাকায় ভাড়াটিয়া, গুলশাখালী, লংগদু
২৫।মোঃ আব্বাস আলী (৫৫), বাবা- আজিজ মোল্লা,, মাতা- চানবানু, শিমুলতলী, ভেদভেদী, রাঙ্গামাটি সদর।
২৬।শাহ আমাল (৫৫), বাবা- আব্দুল হক হাওলাদার, শিমুলতলী, ভেদভেদী, রাঙ্গামাটি সদর
২৭।মোঃ শফিকুল ইসলাম (২৫), বাবা- মোঃ সৈয়দ আলী, মাতা- মোসাম্মঃ সেলিনা আাক্তার, গ্রাম রহমতপুর, লংগদু
২৮। প্রিয়তোষ চাকমা,(১২) বাবা- মায়াধন চাকমা,
২৯। মধুমিতা চাকমা (৩৫), ,স্বামী- অজ্ঞাত
৩০। সুমন দাশ, (২৫), বাবা- বাদল দাশ,
৩১। জিয়া (৪০) হিল আনসার সদস্য
৩২। সবুরি বেগম (৩৫) স্বামী- জিয়া,
৩৩। বৃষ্টি (০৭) বাবা- জিয়া
৩৪। ব্রিগেড মালী আব্দুল জলিল (৪০), ৩০৫ সদর আনসার ব্রিগেড রাঙ্গামাটি।
৩৫। মোঃ শরীফ(২৫), বাবা- সৈয়দ আলী , সাং- ভেদভেদী,রাঙ্গামাটি সদর
৩৬। রুনা বেগম (১৭), বাবা- মোঃ নবী, সাং- ভেদভেদী নতুন পাড়া, রাঙ্গামাটি সদর
৩৭। সোহাগ (১৪),, বাবা- মোঃ নবী, সাং- ভেদভেদী নতুন পাড়া, রাঙ্গামাটি সদর
৩৮। কমলা বেগম (২১), স্বামী- মোঃ সোহেল
৩৯। সুজিতা চাকমা (৩২), স্বামী- সোনামনি চাকমা, কুতুকছড়ি বাজার
৪০। সৌম্য চাকমা (৫), বাবা- সোনা মনি চাকমা, কুতুকছড়ি বাজার
৪১। কেমা চাকমা (৩৫), স্বামী- লিটু চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪২। কিনা মনি চাকমা (৭২), বাবা- চিত্যপনা চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪৩। প্রিয়তম চাকমা (১২), বাবা- মায়াধন চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪৪। বিপুলি চাকমা (৩০), স্বামী- সুনীল জীবন চাকমা, কুতুকছড়ি বাজার
৪৫। রুপালী চাকমা (৩৫), স্বামী- সুভাষ বসু চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪৬। জুই মনি চাকমা (১৪), বাবা- সুভাষ বসু চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪৭। জুমজুমি চাকমা (০৪), বাবা- সুভাষ বসু চাকমা, ভেদভেদী যুব উন্নয়ন এলাকা
৪৮। কন্তি সোনা চাকমা (৩৫), স্বামী- কল্প রঞ্জন চাকমা, ভেদভেদী কিনা মনি পাড়া
৪৯। সান্তনা চাকমা (৬), বাবা- কল্প রঞ্জন চাকমা, ভেদভেদী কিনা মনি পাড়া
৫০। কিরন দেওয়ান (৩৫), বাবা- প্রিয়দর্শী দেওয়ান, মংরছড়ি, মগবান
৫১। হ্যাপি চাকমা (৩৫), স্বামী- পুর্নেন্দু চাকমা, সাপছড়ি ইউনিয়ন
৫২। তৃষা মনি চাকমা (১৭), বাবা: জন কুমার চাকমা, সাপছড়ি ইউনিয়ন
৫৩। জয়েস চাকমা (০৯), বাবা: অজ্ঞাত, সাপছড়ি ইউনিয়ন
৫৪।নাইমা আক্তার(০৬), বাবা- শাহজাহান, পুলিশ লাইন,

কাউখালী উপজেলাঃ ২৩ জন
০১। বৈশাখী চাকমা(০৭) বাবা- অমর কান্তি চাকমা, জুনুমাছড়া,
০২। মোঃ ইসাহাক মিয়া (আশিক) (৩০), বাবা- আব্দুর রশিদ, কাশখালী,
০৩। মোঃ মনির(৩০) বাবা- আব্দুর রশিদ, কাশখালী,
০৪। ফাতেমা বেগম (৬০), স্বামী- আব্দুর রশিদ, কাশখালী,
০৫। অংচিং মার্মা (৫২) বাবা- অংচাংপ্রু মার্মা, রাউজান ঘোনা,
০৬। আশেমা মার্মা(৩৪), স্বামী- অংখ্যাইচিং মার্মা, রাউজান ঘোনা,
০৭। তেমা মার্মা(১২) বাবা- অংখ্যাইচিং মার্মা, রাউজান ঘোনা,
০৮। ক্যাথাইচিং মার্মা, বাবা- অংখ্যাইচিং মার্মা, রাউজান ঘোনা,
০৯। নুসুমা বেগম, স্বামী- মোঃ সৈয়দ, ঘাগড়া বাজার,
১০। নুরজাহান বেগম (৩০), স্বামী- মোঃ ইছহাক, ঘিলাছড়ি, ,ঘাগড়া,
১১। দবির উদ্দিন, (৯০) বাবা- সদু মন্ডল,, ঘিলাছড়ি,
১২। মনিবালা চাকমা(৫০) স্বামী- ফুলমোহন চাকমা, বাকছড়ি,
১৩। বৃষমোহন চাকমা (৪০), বাবা- ফুল মোহন চাকমা, বাকছড়ি
১৪। নিশি চন্দ্র চাকমা, (৬০) স্বামী- নিল কুমার চাকমা, পানছড়ি, ঘাগড়া
১৫। লায়লা বেগম (২৮) স্বামী- দিদারুল আলম, সুগার মিল আদর্শগ্রাম।
১৬। খোদেজা বেগম (৫০), স্বামী- দবির উদ্দিন, ঘিলাছড়ি, ঘাগড়া,
১৭। শোভা রানী চাকমা(৫৫) স্বামী- মঙ্গল কুমার চাকমা, নোয়াপাড়া,
১৮। লাইপ্রু মার্মা (৬৫) স্বামী- মৃত ক্রেজাই অং মার্মা, দুপছড়ি, ফটিকছড়ি।
১৯। কমল ধন চাকমা (২৭), বাবা- রাম চাকমা, হাজাছড়ি,, ঘাগড়া
২০। নমিতা চাকমা,(২১) স্বামী- কমলধন চাকমা, হাজাছড়ি,, ঘাগড়া
২১। সোহেল চাকমা (৭), বাবা- কমলধন চাকমা, হাজাছড়ি, ঘাগড়া
২২। মোঃ আবদুর রশীদ (৫০), কাশখালী
২৩। তৃষ্ণা মনি চাকমা (১১), বাবা- ফুল মোহন চাকমা,

কাপ্তাই উপজেলাঃ ১৮ জন
০১। নোমান (৫), চন্দ্রঘোনা,
০২। রুবি (২১) চন্দ্রঘোনা,
০৩। নুরুন্নবী (৫০) চন্দ্রঘোনা,
০৪। রমজান আলী(৫) কাপ্তাই, বাবা- মোঃ সেলিম,
০৫। আবুল হোসেন (৩২), বাবা- মোল্লা মিয়া,
০৬। রবি তঞ্চঙ্গ্যা(৩৩), বাবা- মৃতঃ নগেন্দ্র সেন তঞ্চঙ্গ্যা,
০৭। উচিংনু মার্মা (৪০), স্বামী- তিংসু মার্মা, রাইখালী,
০৮। নিতুই মার্মা(৬), বাবা- সাইহ্লাপ্রু মার্মা রাইখালী।
০৯। রোহান (৭) বাবা- মোঃ আঃ সবুর, মিতিঙ্গ্যাপাড়া
১০। থুইয়াংপ্রু মার্মা, বাবা- কিংসতু মার্মা, নুরালীপাড়া,
১১। চামাউ মার্মা(২৫),
১২। অং এম্রপ্রু মার্মা(৪৫)
১৩। আই প্রু মার্মা (১৫)
১৪। চিং মিউ মার্মা(১৫)
১৫। প্রানুচিংমা (৬)
১৬। মোঃ ইকবাল (৩৪), বাবা- আবু সৈয়দ, বড়ইছড়ি, কাপ্তাই
১৭। উবাইনমা মার্মা (৬২), বাবা- মহ্লাংপ্রু মার্মা, হেডম্যান চিৎমরম পাড়া
১৮। মংনু মার্মা (৫৭), চিৎমরম, কাপ্তাই

বিলাইছড়ি উপজেলাঃ ০২ (দুই) জন
০১। শহীদ, বাবা- অজ্ঞাত
০২। রেঞ্জু, বাবা- অজ্ঞাত বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

জুরাছড়ি উপজেলাঃ ০২ (দুই) জন।
০১। চিত্রাঙ্গমুখী চাকমা (৫০), স্বামী- লুসাইমনি চাকমা, লুলাংছড়ি গন্ডিছড়া,
০২। বিশ্বমনি চাকমা (১০), বাবা- সুজন চাকমা, লুলাংছড়ি, গন্ডিছড়া।