একসঙ্গে ঈদের ইত্যাদিতে চার শিল্পী

SHARE

ittadi.abnews24_83378ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১৫ জুন :  জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির ঈদের বিশেষ পর্বে প্রতিবারের মতো এবারও রয়েছে বিশেষ আয়োজন। বিশেষ করে ইত্যাদির গানগুলো বেশ ব্যতিক্রমী।

কথা, সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি নান্দনিক নির্মাতা হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত এসব গানের শিল্পী নির্বাচনেও থাকে ভিন্নতার ছাপ। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে গাইবেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী।

গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রিতম হাসান। ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমেই প্রতিক হাসান ও প্রিতম হাসান সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। কনাকেও এর আগে ঈদের ইত্যাদিতে হৃদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। সে অর্থে ঐশীকে প্রথমবারের মতো ইত্যাদিতে দেখা যাবে।

ফাগুন অডিও ভিশন জানায়, এ প্রজন্মের এ চারজন জনপ্রিয় শিল্পী প্রথমবার একসঙ্গে গাইলেন। গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।