ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিবেদক,১২ জুন : আগামী সপ্তাহে লন্ডনে শুরু হতে যাচ্ছে ঢালিউড সুপাস্টার শাকিব খান ও ঢালিগঞ্জের দর্শকপ্রিয় নায়িকা শুভশ্রীর নতুন চলচ্চিত্র ‘চালবাজ’। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এবং পরিচালনায় রয়েছেন বাংলাদেশের অনন্য মামুন ও জয়দীপ মুখা
এ বিষয়ে বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন বলেন, ‘আগামী ২০ জুন লন্ডনে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এতে শাকিব খান ও শুভশ্রী, ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ডন, শিবাশানু, রেবেকা, খরাজ মুখার্জিসহ অনেকে।
এই ছবিটিতে অভিনয় করা ও ছবিটি কতটা যৌথ প্রযোজনার নিয়ম মেনে করা হবে এসব বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, ‘এই বিষয়টিতে আমরা কোনো ছাড় দেব না। এই চলচ্চিত্রটি সম্পূর্ণ যৌথ প্রযোজনার নিয়ম মেনেই হবে। এ নিয়ে এবার কোনো প্রশ্নের সুযোগ থাকবে না।’
এদিকে ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছেন শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘নবাব’। চলচ্চিটি নির্মাণ করেছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার এ ছবি বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার জয়দ্বীপ মুখোপাধ্যায় পরিচালনা করছেন। তবে নিয়ম না মেনে নির্মাণের অভিযোগে ঈদে চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে একরকম অনিশ্চয়তা দেখা দিয়েছে!