ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সাভার প্রতিনিধি,১১ জুন : সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার এস আই সুমন জানান, গত ৯ জুন বিকেলে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ওই ছাত্রীকে সাভারের শিমুলতলা থেকে অপহরণ করে নিয়ে যান একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক জসিম উদ্দিন। পরে শিক্ষার্থীকে ঢাকার একটি হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করেন তিনি।
‘এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের মামলা করলে পুলিশ রোববার সকালে শিক্ষার্থীকে অসুস্থ্য অবস্থায় আশুলিয়ার জিরাবো থেকে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।’
এস আই সুমন জানান, ধর্ষণের শিকার ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য আজ রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।