ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বড়গুনা প্রতিনিধি,১১ জুন : বরগুনায় বাঘমারা নদীর ওপর দেড় হাজার ফুট দীর্ঘ সেতুর কাজ সম্পন্ন হয়েছে। এখন এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
সেতুটি উন্মুক্ত করে দিলে মাত্র একঘণ্টায় পটুয়াখালী থেকে ভোলা যাতায়াত করা যাবে।
২০১০ সালে ভোলা সদর আসনের জাতীয় সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাঘমারা নদীর উপর সেতু বাস্তবায়নের উদ্যোগ নেন। ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃহত্তর বরিশাল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি অনুমোদন করা হয়।
সেতুটি উদ্বোধনের অপেক্ষায় ভোলায় বসবাস ও কর্মরত বরগুনা ও পটুয়াখালী জেলার মানুষ এতে করে এই অঞ্চলের পাঁচ হাজারের বেশী মানুষের যাতায়াতে এবং পণ্য পরিহনে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সড়ক পথে যাতায়াতে নতুন অধ্যায় শুরু হচ্ছে উপকূলীয় জেলাগুলোর মধ্যে।
স্থানীয় মানুষদের মনে করনে, সেতুটি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহন সহজ হবে। স্থানীয় শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার কারণে তারা এখন ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে। একটি সেতু দুই জেলার মধ্যে যাতায়াতে দুঘন্টা সময় বাঁচিয়ে দেবে।
ভোলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বলেন, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন লি. এটি নির্মাণ করেছে।