থানায় আ’লীগ নেতাকে মারধর, ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড

SHARE

12345ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজশাহী প্রতিনিধি,১১ জুন : রাজশাহীর গোদাগাড়ীতে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

তারা হলেন- এসআই  আহসানম, এএসআই  সোহেল ও এএসআই  শাহিন।

তবে মহাসড়ক অবরোধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি।

গোদাগাড়ী থানার এসআই  আবদুল লতিফ বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী জানান, শুক্রবার গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক (৪৮) জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংস্কারের কাজ চলছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা অভিযোগ তোলেন, কাজের মান খুবই খারাপ। এ নিয়ে সারেংপুর কলেজপাড়া এলাকায় ঠিকাদারের লোকজনের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এ সময় ঠিকাদার ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ সারেংপুর মহল্লার শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে ধরে থানায় নিয়ে যায়।

এরপর বিকালে ছাত্রলীগ নেতা সুলতানুল বাবুকে (২৫) নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আবদুল মালেক থানায় গেলে ওসি হিপজুর আলম মুন্সি শহিদুলকে ছেড়ে দেন।

তিনি আরও জানান, তারা থানা থেকে বের হয়ে আসার সময় এসআই  আহসানুল হক ছাত্রলীগ নেতা সুলতানুল বাবুকে আটক করেন। এ সময় আবদুল মালেক তাকে আটকে বাধা দিলে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এসময় এসআই  আহসানুল হক তার গালে চড় মারেন বলে জানান লাঞ্ছিত আবদুল মালেক। তিনি জানান, এরপরই এএসআই  শাহিন আলী ও সোহেল কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে ওসি তাকে থানা থেকে বের করে দেন।

এর প্রতিবাদে রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি।

গাড়ি থেকে ওসি নামলেই বিক্ষুব্ধরা পিকআপকে ধাওয়া দেন। এ সময় ওসি শামসুর হক নামে এক ব্যক্তির জুতার দোকানে ঢুকে পড়লে বিক্ষোভকারীরা তাকে অবরুদ্ধ করে রাখে।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করে ওসিকে মুক্ত করেন।

অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধও তুলে নেন নেতাকর্মীরা।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, শুক্রবার রাতে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গেলে তারা হামলা চালায়। এতে কনস্টেবল আবুল কাশেম ও আমিনুল আহত হয়েছেন। এ ঘটনায় কারো নাম উল্লেখ না করে মামলা দায়ের করা হয়েছে।

সৌজন্যে : দৈনিক যুগান্তর।