বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আদালত প্রতিনিধি,৩০ মে : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবউননবী খান সোহেল এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

অাজ মঙ্গলবার ঢাকার মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ অাদেশ দেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক এ পরোয়ানা জারি করেন।

এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানান, এ মামলায় হাবিবউননবী খান সোহেল জামিনে ছিলেন। কিন্তু তার পক্ষে আদালতে কোনো পদক্ষেপ না থাকায় তার জামিন বাতিল করেন আদালত।

মামলাটিতে রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমানের পক্ষে সময়ের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। আর কারাগারে আটক আরেক আসামি বরকত উল্লাহ বুলুর পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন।

নথিপত্র থেকে  জানা যায়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি শেরেবাংলা নগর থানাধীন শিশু পল্লীর সামনে আসামিরা রাস্তা অবরোধ করে বোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুর করেন। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই তোফাজ্জল হোসেন এ মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মনিরুল ইসলাম।