ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কক্সবাজার, ৩০ মে : ঘূর্ণিঝড় ‘মোরা’র বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বর্তমানে অস্ট্রিয়া অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী দু’দিনের সরকারি সফরে বর্তমানে অস্ট্রিয়া রয়েছেন। ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের।
বাংলাদেশ সময় সন্ধ্যায় ভিয়েনায় পৌঁছে সফরকালীন আবাসস্থল ইম্পিরিয়াল হোটেলে যাওয়ার পর প্রধানমন্ত্রী ঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে দেশে কথা বলেন।
প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে অস্ট্রিয়ার রাজধানীতে পৌঁছেন। দুদিনের সফর শেষে আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।