ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিবেদক,০৯ মে : দাউদকান্দিতে ১০টি স্বর্নের বারসহ এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গত ৮ মে সোমবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় যাএীবাহী একটি বাসে তাল্লাশী চালিয়ে ইকবাল হোসেন (৩০) নামে স্বর্নের বারসহ এ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় গোপন সংবাদের ভিওিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও ওসি তদন্ত হালিমুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাএীবাহী বাসে তল্লাশীকালে এ স্বর্নসহ তাকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, এই পাচারকারী ডিভিডি প্লেয়ারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ১০টি স্বর্নের বার নিয়ে যাচ্ছিল ঢাকায়। সে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম রাউজানের ইউসুফ হোসেনের পুত্র ইকবাল হোসেন (৩০)। আটককৃত ১০টি স্বর্নের বারের আনুমানিক বাজার মূল্যে ৪০ ল টাকা বলে জানান পুলিশ। এ ব্যাপারে দউদকান্দি মডেল থানায় মামলা দায়ের পর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।