আজ রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এরশাদ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ মে :  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে একটি নতুন জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।  আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা করবেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়।

সৃত্রমতে, এরশাদের এই জোটের নাম রাখা হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।  জোটে জাতীয় পার্টির সঙ্গে যোগ দিাচ্ছে একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আর নাম সর্বস্ব অনিবন্ধিত প্রায় অর্ধশতাধিক দলের নেতৃত্বে সম্প্রতি গঠিত পৃথক দুটি জোট। এক কথায় জাপা, ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে গঠিত হচ্ছে এরশাদের এই সম্মিলিত জাতীয় জোট।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে এ জোট গঠনের উদ্যোগ নিয়েছেন এরশাদ। জোট গঠনের জন্য নিবন্ধনহীন ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চাচক্রে ডেকেছেন তিনি। জোট গঠন প্রক্রিয়ায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। বিএনপি নেতৃত্বাধীন জোটের ছোট দলগুলোকে বিভিন্নভাবে উদ্ধুদ্ধ করা হচ্ছে নতুন এই জোটে টানার জন্য। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে এরশাদের নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে বলেও মনে করছে দলটি।

সংখ্যার বিচারে অনেকগুলো দল নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ আওয়ামী লীগ ও বিএনপি জোটের বিকল্প জোট গঠন চূড়ান্ত করলেও এই জোট নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে।

বড় দুইজোটের বিকল্প ভাবা হলেও এরশাদের এই জোট তাদের তুলনায় ধামরে কাছে নেই। রাজনীতিতেও তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না বলে অভিজ্ঞ রাজনীতিকরা মনে করেন।